মুন্সীগঞ্জে

বিএনপি'র আহবায়ক কমিটির দুই সদস্যকে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৪:৩৬ পিএম
বিএনপি'র আহবায়ক কমিটির দুই সদস্যকে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য মনোনীত সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান ও বোরহান উদ্দিন ভূইয়াকে শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দু'জনকে শুভেচ্ছা জানান। পরে সেখানে নেতাকর্মীদের মিষ্টি মুখ করান সদ্য মনোনীত সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান ও বোরহান উদ্দিন ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন, বালুয়াকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহুরুল হক খান রিটু,বালুয়াকান্দি ইউনিয়নের ৩নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আলী, সাধারণ সম্পাদক আবদুল মালেক, ২নাম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি মনছুর আহমেদ,  সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেন্টু, গজারিয়া থানা মৎস্য দলের সহ-সভাপতি বিল্লাল হেেেসন,বিএনপি নেতা সুরুজ সিকদার বালুয়াকান্দি  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমী।

এসময় ফ্যাসিষ্ট সরকারের সমালোচনা করে বিএনপি  নেতাকমীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান জেলা বিএনপির আহ্বাক কমিটির মনোনীত সদস্য মুজিবুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে