পারমাণবিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ১০:২৮ এএম
পারমাণবিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাবে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের আঘাত এবং ইরানের পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোর থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের একাধিক শহর কেঁপে উঠেছে বিস্ফোরণে।

ইসরায়েল শুক্রবার (১৩ জুন) ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদকে হত্যার দাবি করে। একই অভিযানে নিহত হন ইরানের ছয় জন পরমাণু বিজ্ঞানী—আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।

ইসরায়েলের ড্রোন ও যুদ্ধবিমান নাতানজ, ইসফাহান ও তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটায়। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, নাতানজের পাইলট সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস হয়েছে।

এ হামলার পর শনিবার (১৪ জুন) ভোরে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলকে জবাব দেয়। ইরানের দাবি, দখলকৃত অঞ্চলগুলো লক্ষ্য করে এই হামলা ‘বর্বরতার জবাব’। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, “ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, কিন্তু প্রতিক্রিয়া হবে পূর্ণাঙ্গ।”

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরজুড়ে সাইরেন বাজতে থাকে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তেল আবিবে অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। রামাত গানে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। মাগেন ডেভিড আদম সংস্থা জানায়, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজনের মৃত্যু হয়।

ইরান দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়, তবে পশ্চিমা দেশগুলোর মতে, ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বোমা তৈরির পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ইরান এখন পারমাণবিক বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে বলেন, “চুক্তিতে পৌঁছানো এখনও সম্ভব, খুব বেশি দেরি হয়নি।” যদিও ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকা আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে।

এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। গাজা ও লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইতোমধ্যে ইসরায়েলের হাতে দুর্বল হয়ে পড়েছে, তবে এই নতুন অবস্থার সুযোগে তারা ফের সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জনেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক।