প্রতি বছরের ন্যায় এ বছরও ১৮ তম বারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী মুক্তিযুদ্ধের চিত্র, তথ্য ও দলিলপত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) কার্যালয়ে। সোমবার সকাল আটটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রদর্শনী শুরু হয়।
ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের নবম সেক্টরের কমান্ডার মেজর এমএ জলিলের মামতো ভাই ডা. আব্দুর রহিম, প্রদর্শনী উপ-কমিটির আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মহসিন সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান প্রমুখ।