বিজিএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান, সহসভাপতি সাতজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৮:৩৫ পিএম
বিজিএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান, সহসভাপতি সাতজন
২০২৫-২৭ সাল মেয়াদে বিজিএমইএর পরিচালনা কমিটির নতুন সদস্যছবি: সংগৃহীত

দেশের অন্যতম রপ্তানিনির্ভর খাত তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে। শনিবার (১৪ জুন) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনের মাধ্যমে ২০২৫-২৭ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান (বাবু)। একইসঙ্গে সাতজন সহসভাপতিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজিএমইএর ৩৫ পরিচালক নির্বাচনের জন্য মূল ভোট অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার (৩১ মে)। ঢাকায় ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন—মোট ১ হাজার ৮৬৪ জন ভোটারের অংশগ্রহণে ৮৭ দশমিক ৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ হয়। নির্বাচনে দুইটি প্রধান প্যানেল অংশ নেয়—‘ফোরাম’ এবং ‘সম্মিলিত পরিষদ’। ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ‘ফোরাম’।

নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই অফিস বেয়ারার পদের জন্য প্রার্থিতা আসে। ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে আটটি পদের বিপরীতে আটজন বৈধ প্রার্থী থাকায় এবং কোনো আপিল না থাকায় বিজিএমইএ নির্বাচন বোর্ড তাদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নতুন কমিটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি বিজিএমইএর সহসভাপতি এবং পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিটিএমএ ও বিকেএমইএর পরিচালক হিসেবেও তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

নির্বাচিত অন্যান্য অফিস বেয়ারাররা হলেন:

প্রথম সহসভাপতি: সেলিম রহমান (কেডিএস গ্রুপ)

সিনিয়র সহসভাপতি: ইনামুল হক খান (অনন্ত গার্মেন্টস)

সহসভাপতি: মো. রেজওয়ান সেলিম (সফটেক্স কটন প্রাইভেট লিমিটেড)

সহসভাপতি (অর্থ): মিজানুর রহমান (ফেব্রিকা নিট কমপোজিট)

সহসভাপতি: ভিদিয়া অমৃত খান (দেশ গার্মেন্টস)

সহসভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী (এমিটি ডিজাইন লিমিটেড)

সহসভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড)

নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে সোমবার (১৬ জুন) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে।

বর্তমানে বিজিএমইএর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। তিনি নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন নেতৃত্ব তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত করবে।”

২০২৪-২৬ মেয়াদের জন্য বিজিএমইএর সর্বশেষ নির্বাচন হয়েছিল মার্চ ২০২৪-এ। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সংগঠন সম্মিলিত পরিষদ পূর্ণ বিজয়ী হয়েছিল। তখন সভাপতি নির্বাচিত হন এস এম মান্নান কচি। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে অজ্ঞাতস্থান থেকে পদত্যাগপত্র পাঠান।

এমন প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় ২০ অক্টোবর বিজিএমইএর তৎকালীন বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক হিসেবে আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়। নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার স্থায়ী নেতৃত্ব পাচ্ছে বিজিএমইএ।

প্রসঙ্গত, এবারের ভোটার সংখ্যা ৬৩২ জন কম ছিল আগের বছরের তুলনায়। ২০২৪ সালের নির্বাচনে ভুয়া ভোটার থাকার অভিযোগ ওঠে, যা এবার নির্বাচনে সংশোধিত হয়েছে বলে মনে করছে অন্তর্বর্তী প্রশাসন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে