বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ১৭ জুন থেকে আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৬:০০ পিএম
বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ১৭ জুন থেকে আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন আবারও দেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী মঙ্গলবার (১৭ জুন) থেকে তিন দিনব্যাপী বৈঠক শুরু হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপিসহ মোট ৩০টি রাজনৈতিক দলকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বৈঠকের সময়সূচি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুন সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হবে এবং তা চলবে ১৯ জুন পর্যন্ত। আলোচনায় যেসব বিষয় উঠে আসবে তার মধ্যে রয়েছে—

১. সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ

২. সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া

৩. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রস্তাব

৪. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ)

৫. প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া

এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে ঐকমত্য কমিশন। সর্বশেষ দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ৩ জুন। সেই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশন সূত্রে জানা গেছে, আগের বৈঠকে যে বিষয়গুলো অসমাপ্ত ছিল সেগুলো নিয়েই মূলত এবারের বৈঠকে পুনরায় আলোচনা হবে। এর মধ্য দিয়ে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে কমিশন, যা ভবিষ্যতের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো নির্ধারণে সহায়ক হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে