পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৩ এএম
পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নওগাঁর পত্নীতলায় সোমবার সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়। কর্মসূচীসমুহের মধ্যে ছিলো সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা/প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মসজিদ. মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিজয় মেলা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমুহে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ইত্যাদি।

১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর নজিপুর সরকারি উচ্চ বিদালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন, থানা অফিসার ইনচার্জ শাহ মো, এনায়েতুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তিতে জেলা মহিলা দলের সভাপতি সামিয়া পারভিন পলির নেতৃত্বে বিএনপি ও এর সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। 



আপনার জেলার সংবাদ পড়তে