শরণখোলায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস পালিত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম
শরণখোলায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস পালিত

শরণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান বিজয় দিবস উপলক্ষে সকালে ৪ শহিদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত শেষে চোঁখে পড়ার মত একটি বিশাল র‌্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তায় আল-আরাফা ব্যাংকের সামনে আলোচনা সভায় মিলিত হয়। শরণখোলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ রফিকুল ইসলাম কবিরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের মনোনীত সম্ভাব্য প্রার্থী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আঃ আলীম। সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর ডা: ফজলুর রহমান, সেক্রেটারী মাও: মোস্তফা আমিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাও: ওবায়েদুল হক সেলিম, মাও: সরোয়ার হোসেন বাদল, মাও: মোশাররফ হোসেন, মাষ্টার আলী আহম্মদ, মাও: জাকির হোসাইন, মাও: মনিরুজ্জামান, অধ্যাপক গোলাম সরোয়ার, শরণখোলা উপজেলা (উত্তর) ছাত্র শিবিরের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা (দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি আঃ আলিম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে