ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর, সোমবার বিকেলে জামতলায় লঞ্চঘাটা গফরগাঁও উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি একরাম উল্লাহ প্রমুখ। আলোচনাসভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।