রাজশাহীর বাঘায় অজ্ঞাত (৫৪) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বিনোদপুর বাজার থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে বাঘা থানার পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।