সুজানগরে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২১ এএম
সুজানগরে মহান বিজয় দিবস উদযাপন

পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকালে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক ফারুকই আজম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ রফিকুল ইসলাম খান, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জসিম বিশ্বাস, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আলাউদ্দিন, মশিউর রহমান, শাহজাহান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার জিহাদ ও দীপ মাহমুদ। শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে