রাজশাহীর বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে সকল সদস্যের সমর্থনে ১৭ সদস্য বিশিষ্ঠ এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আমানুল হক আমান (যুগান্তর) ও সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ)। বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে সোমবার (১৬ ডিসেম্বর-২৪) বেলা ১২ টায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ শরিফুল ইসলাম।
বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।
১৭ সদস্য বিশিষ্ঠ নির্বাচিত কমিটির মধ্যে সভাপতি আমানুল হক আমান, সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক লালন উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন, সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা, অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা, জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা, দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাহিত্য সম্পাদক সুব্রত কুমার।
নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা, নুরুজ্জামান, আসলাম আলী, সাধারণ সদস্য আবদুল কাদের নাহিদ, নাহিদা ইয়াসমিন লাকী, সোনিয়া বেগম।