মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলার মঠখোলা বাজারে আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্র এ ক্যাম্পের আয়োজন করে। এতে চিকিৎসকরা ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, কিশোর-কিশোরীদের কৃমি নাশক ঔষধ খাওয়ানেসহ রোগিদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
আশা পাকুন্দিয়া আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র রিজিওনাল ম্যানেজার অলক আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন আশা কিশোরগঞ্জ (কটিয়াদী) সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মো. কবির হোসেন জমাদ্দার। আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট তানিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশা মঠখোলা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. জহির উদ্দিন, পল্লী চিকিৎসক মো. এনামুল হক, মঠখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান, এগারসিন্দুর ইউনয়ন যুবদলের সভাপতি সুমন মীর প্রমুখ।
আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট তানিয়া আক্তার জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আশা সারাদেশে ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে আমরা পাকুন্দিয়া এলাকার প্রায় শতাধিক গরীব, অসহায় ও সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছি এবং রোগিদের বিনামূল্যে ঔষধ বিতরণ করেছি। তিনি আরও জানান, আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।