কয়রায় বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ডায়লগ মিটিং

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ এএম
কয়রায় বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ডায়লগ মিটিং

কয়রায় বাল্য বিবাহ,শিশু শ্রম, প্রতিবন্ধকতা এবং এসআর এইচআর বিষয়ে ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আশ্রয় ফাউন্ডেশন ও গন স্বাক্ষরতা অভিযানের উদ্যোগে ও মালালা ফাউন্ডেশনের সহযোগিতায় এই ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম ও কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এতে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায়, আশ্রয় ফাউন্ডেশনের প্রধান এডুকেশন ইউনিট বনশ্রী ভান্ডারী, প্রোগ্রাম অফিসার মোঃ আমানুউল্যাহ, ইউপি সদস্য রেজাউল করিম, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার, শিক্ষক দেবদাস সরকার, শিক্ষার্থী তনুশ্রী মন্ডল,  আসমা আক্তার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে