শিক্ষার্থীদের সড়ক অবরোধ: ভোগান্তিতে যাতায়েতকারী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ১২:২৫ পিএম
শিক্ষার্থীদের সড়ক অবরোধ: ভোগান্তিতে যাতায়েতকারী

রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এমন আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন। এতে ভোগান্তিতে লক্ষ্য করা যায় হাজার হাজার মানুষের।

শনিবার বেলা ১১টায় ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। 

ভুক্তভোগীদের ভাষ্য, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম বিপাকে এবং দুর্ভোগ পোহাতে হয়েছে। যানবাহন না পেয়ে তাদের হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য,

তাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে। তারা অভিযোগ করছেন যে, পুলিশ তাদের ওপর হামলা করেছে। পুলিশ কোনো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর চওড়া হয়েছে। 

তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছে দায়িত্ব পুলিশ সদস্যরা।

এর আগে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। কিছু শিক্ষার্থীকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু তারা আবারও সড়কে উঠে আসেন এবং ব্লক করে দেন।

এসময় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন,“ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আন্দোলনটি এখন একেবারে আমাদের থানার সামনে হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে