পাকুন্দিয়ায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সভা

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৩:৩৮ পিএম
পাকুন্দিয়ায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান, উপজেলা শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান খন্দকার, নয়াদিগন্ত প্রতিনিধি ক.ম. মুহিবুল্লাহ বচ্চন প্রমুখ। 

বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, আক্রান্ত ব্যক্তি থেকে দুরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করা, ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। আর ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দিনে বা রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করা, বাড়ির চারপাশে জমে থাকা পাত্রে পানি ও আঙ্গিনা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলকে সচেতনতা অবলম্বন করতে আহবান জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে