সূচকের বড় পতনে সপ্তাহ শুরু, পেছনে ইরানে মার্কিন হামলার খবর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:১৮ পিএম
সূচকের বড় পতনে সপ্তাহ শুরু, পেছনে ইরানে মার্কিন হামলার খবর

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জুন) দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার খবরে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক হ্রাস পায়, যদিও লেনদেনের পরিমাণে উভয় বাজারের চিত্র ভিন্ন ছিল।

বিনিয়োগকারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, “এতদিন ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে নিয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা জানি, বৈশ্বিক অর্থনীতি অনেকাংশেই আমেরিকান প্রভাবাধীন—তাই এমন পরিস্থিতিতে বাজারে দ্রুত প্রতিক্রিয়া এসেছে।”

তিনি আরও জানান, লেনদেন শুরুর আগেই মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়লে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন, যার ফলে বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয় এবং সূচক দ্রুত নিম্নমুখী হয়ে পড়ে।

রোববার (২২ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। পাশাপাশি শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়ায় ১,০১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১,৭৫৮ পয়েন্টে।

এই দিনে ডিএসইতে মোট ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি টাকার।

ডিএসইতে এদিন ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যার মধ্যে মাত্র ১৬টি কোম্পানির দর বেড়েছে, ৩৬৫টি কমেছে, এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৯৯ পয়েন্টে। তবে এখানে লেনদেন বৃদ্ধি পেয়েছে। মোট ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের ১১ কোটি ২৩ লাখ টাকার তুলনায় ২০ কোটির বেশি বৃদ্ধি। সিএসইতে মোট ২০৭টি কোম্পানির লেনদেন হয়েছে, যার মধ্যে ২৯টির শেয়ার দর বেড়েছে, ১৫৬টির কমেছে, এবং ২৫টির অপরিবর্তিত ছিল।

বিশ্লেষণে দেখা গেছে, সূচকের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডিএসইতে তালিকাভুক্ত ১০টি প্রধান কোম্পানি। তাদের সম্মিলিত পতনে সূচকের ওপর বড় চাপ পড়ে।

এই কোম্পানিগুলো হলো:

১. বিএটিবিসি — ৪.৪৩ পয়েন্ট

২. ওয়ালটন হাইটেক — ৩.৭০ পয়েন্ট

৩. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক — ২.৮৯ পয়েন্ট

৪. ইসলামী ব্যাংক — ২.৩৭ পয়েন্ট

৫. স্কয়ার ফার্মা — ২.২১ পয়েন্ট

৬. বেক্সিমকো ফার্মা — ২.১৯ পয়েন্ট

৭. গ্রামীণ ফোন — ২.০৯ পয়েন্ট

৮. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ — ১.৭৫ পয়েন্ট

৯. রেনেটা — ১.৬১ পয়েন্ট

১০. বিকন ফার্মা — ১.৫৯ পয়েন্ট

এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে বিএটিবিসি, যার শেয়ারের দর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ২.৯৬ শতাংশ। অপরদিকে, ওয়ালটন হাইটেক, আল-আরাফাহ্ ব্যাংক, এবং ইসলামী ব্যাংক—তিনটিই কয়েক পয়েন্ট করে সূচকের পতনে অবদান রেখেছে।

রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল:

১. লাভেলো আইসক্রিম

২. বিচ হ্যাচারি

৩. ব্র্যাক ব্যাংক

৪. স্কয়ার ফার্মা

৫. ফাইন ফুডস

৬. উত্তরা ব্যাংক

৭. এশিয়াটিক ল্যাবরেটরিজ

৮. সিটি ব্যাংক

৯. অরিয়ন ইনফিউশন

১০. বিএটিবিসি

এই তালিকায় থাকা কোম্পানিগুলো বিনিয়োগকারীদের আগ্রহে থাকা সত্ত্বেও বাজারের সামগ্রিক পতনের প্রভাব থেকে রক্ষা পায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে