বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক দরিদ্র কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী আবুল বাশার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষাণী মোসা. লাইজু বেগম এ ঘটনায় সোমবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) 'র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সওদাগর পাড়া এলাকার লাইজু বেগম এনজিও থেকে ঋণ নিয়ে ১ একর জমি লিজ নিয়ে করলা ও হাইব্রিড জাতের মরিচের চারা রোপণ করেন। পরিশ্রমে ফলনও ভালো হয়েছিল। আগামী সপ্তাহেই সবজি বাজারজাত করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রোববার (২২ জুন) দিবাগত রাতে প্রতিপক্ষ আবুল বাশার পূর্ব শত্রুতার জেরে ওই জমির সব সবজি গাছ উপড়ে ফেলেন। এতে তার ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষেতে উপড়ে ফেলা গাছগুলো রোদে শুকিয়ে যাচ্ছে। ছোট ছোট করলা ও মরিচ মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
ক্ষেতে কান্না জড়িত কন্ঠে লাইজু বলেন, মুই এনজিওতে গোনে ঋণ নিয়ে এই ক্ষ্যাত করছি, আল্লাহ ভালো ফলনও দেললেহ। সামনের সপ্তায় সবজি ব্যাচতে পারতাম। কিন্তু শত্রুতামূলক রাইতের আন্ধারে সব গাছ উডাইয়া হালাইছে। এ্যাহন মুই এই ঋণ শোধ করমু ক্যামনে। মুই এইয়ার বিচার চাই।
অভিযুক্ত আবুল বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আগে বিষ দিয়ে আমার মুরগি মেরে ফেলেছিল, সেটা থানার মাধ্যমে মীমাংসা হয়েছে। সবজি গাছ উপড়ে ফেলার ঘটনায় আমি জড়িত নই।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, অভিযোগের ভিত্তিতে তালতলী থানা পুলিশকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।