চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের বাজেটে অনুদান খাতে ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকার সর্বোচ্চ আয় ধরা হয়েছে। এছাড়াও নিজস্ব উৎসে সর্বোচ্চ ১ হাজার ৪৫ কোটি ২১ লাখ টাকা আয় ধরা হয়েছে।
সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে নগরের থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের বর্তমান (ষষ্ঠ) পর্ষদের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বাজেট। তবে ষষ্ঠ পর্ষদের পঞ্চম বাজেট। এসময় ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার বাজেটও ঘোষণা করেন মেয়র। এ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকা।
বাজেট অধিবেশনে মেয়র ডা. শাহাদাত বলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি, আমাদের এ উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য-সহযোগিতা, পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন।
তিনি আরো বলেন, আজ আমার ১ম বাজেট অধিবেশন। বিগত ২০২১ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে নগরবাসীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় প্রদানকৃত ভোটে আমি জয়লাভ করলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কূট-কৌশলে আমাকে পরাজিত দেখানো হয়। যার পরিপ্রেক্ষিতে ন্যায়-বিচারের প্রত্যাশায় তৎসময়ে মাননীয় আদালতের স্মরণাপন্ন হই।
জুলাই ২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পর আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্বপালন করছি। এতে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।