ধামইরহাটে মোবাইল দোকানীর লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৫:০৯ পিএম
ধামইরহাটে মোবাইল দোকানীর লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে থানা পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। ২৩ জুন আনুমানিক রাত সাডে১০ টায় ধামইরহাট - নজিপুর আঞ্চলিক সড়ক ধানতাডা এলাকার মোড থেকে এক যুবকের মরদেহ থানা পুলিশ উদ্ধার করে। বৃষ্টিতে পড়ে থাকা লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে লাশটি উদ্ধার করে থানায় নেয়।

নিহত যুবক উপজেলার ফতেপুর এলাকার চানপুর গ্রামের আমজাদ হোসেন (খোকা)রছেলে শাহাদাত হোসেন (২৮)। নিহত শাহাদাত হোসেন পৌর সদরের আমাইতাড়া  বাজারস্থ ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদের মার্কেটে মোবাইল সার্ভিসের ব্যবসা করতেন। 

সদ্য যোগদানকৃত ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পডে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত  মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, তার মাথা সহ শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, সড়ক দূর্ঘটনায় সে মারা যেতে পারে। এ বিষয় নিহতের  পরিবারে খবর দেওয়া হয়েছে তবে আইন প্রক্রিয়া চলমান আছে।