মুন্সীগঞ্জে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার বিজয় উৎসব পালন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম
মুন্সীগঞ্জে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার বিজয় উৎসব পালন

মুন্সীগঞ্জের ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে  বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা শহরের দর্পণা কমিউিনিটি সেন্টাওে  হামদ,নাত,ইসলামী গান চিত্রাংকন,দেশাত্মবোধক গান,নৃত্য,কবিতাআবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ১৮৫ জন নানা বয়সী শিশু,কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী নব গঠিত এ সংষÍার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বি,এন,পি কেন্দ্রিয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাক নাহিদুল ইসলাম সাহেল প্রধান অতিথি,সাবেক পৌর মেয়র ও শহর বি,এন,পি’র  আহ্বায়ক এ কে এম ইরাদত মানু  বিশেষ অতিথি ছিলেন। ব্যতিক্রম সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মাহবুব আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বি,এন,পি’র সভাপতি মিজানুর রহমান,জার্মান বি,এন,পি’র সভাপতি দেলোয়ার মোল্লা। পরে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ সংস্থার নিজস্ব শিল্পিরা দেশাত্মবোধক গান,নৃত্য,ও জাদু পরিবেশন করা হয়। এছাড়া নব জাগরণ সংস্থার শিল্পিরা ইসলামী গান ,হামদ ও নাত পরিবেশন করে।

আপনার জেলার সংবাদ পড়তে