হোসেনাবাদ ফুটবল একাডেমি পরিদর্শনে বাফুফের তালিকাভুক্ত কোচ পিকুল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম
হোসেনাবাদ ফুটবল একাডেমি পরিদর্শনে বাফুফের তালিকাভুক্ত কোচ পিকুল

প্রতিনিধি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফুটবল একাডেমি পরিদর্শন করেন ফুটবলের সাবেক তারকা খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও তালিকাভুক্ত কোচা একেএম রেজাউল হাকীম পিকুল। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি হোসেনাবাদ ফুটবল একাডেমি পরিদর্শনে যান। পরিদর্শনকালে একেএম রেজাউল হাকীম পিকুল একাডেমির  খেলোয়াড়দের সাথে খোলামেলা আলোচনা এবং নানা পরামর্শ প্রদান করেন। এ সময় খেলোয়াড়দের উদ্দেশে কথা বলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আব্দুস সবুর মোল্লা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক আহমেদ রাজু, হোসেনাবাদ ফুটবল একাডেমির পরিচালক মুন্নাফ মন্ডল ও ক্রিড়ানুরাগী ওয়াসিম রেজা। উল্লেখ্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডলের পরিচালনা হোসেনাবাদ ফুটবল একাডেমি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে হলেও এই একাডেমি ফুটবলার তৈরীতে যথেষ্ট ভুমিকা রেখে চলেছে। এই একাডেমির খুদে ফুটবলাররা শুধু দৌলতপুর নয়, দেশের নানা জায়গায় তাদের ফুটবলের নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করে চলেছে। একাডেমির সরকারী রেজিষ্ট্রেশন ও পৃষ্ঠপোষকতা পেলে এই একাডেমির খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের ফুটবলে ভুমিকা রাখতে পারবে বলে স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করেন।

আপনার জেলার সংবাদ পড়তে