সাতক্ষীরা তালা উপজেলার একমাত্র বানিজ্য কেন্দ্র নামে পরিচিত পাটকেলঘাটা বাজার। এই বাজারের মধ্যে রয়েছে একটা ইউনিয়ন পরিষদ, ছোট বড় দিয়ে প্রায় ২ হাজারের বেশি দোকান রযেছে। যে দোকান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বছরে কয়েকলক্ষ টাকা রাজস্ব আয় করে সরকার। তার পরও হয় না বাজারের উন্নয়ন। এই পাটকেলঘাটা বাজারের মধ্যে মেইন সড়কে প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল দশা। এছাড়া বলফিল্ড , গরুহাটা, খেযাঘাট, কলেজ রোড সহ ৪/৫ টা রোডের অবস্থা অত্যন্ত খারাপ। যানবাহন সহ সাধারন পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সকল রাস্তা দিয়ে। বর্তমান বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর একটু বৃষ্টিতে উক্ত সড়কের ছোট বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । সাধারন পথচারীরা ভ্যান সাইকেল ইজিবাইক মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু এই সড়কের বেহাল দশার কারনে পথচারীরা আতঙ্ক নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছ। সরজমিন পাটকেলঘাটা বাজার ঘুরে দেখা গেছে এই বেহাল দশার চিত্র।
বাজারের ডাক্তার রোকনউদ দৌলা কচি এ প্রতিনিধিকে জানান সাংবাদিক ভাই আমার দোকানের সামনের চিত্র দেখেন। এটা নতুন কিছু না প্রতিবছর বর্ষা কাল আসলে এই চিত্র দেখাযায়। এ বিষয়ে একটু লেখেন। অপর ব্যবসায়ী আবুল কালাম জানান বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে প্রতি বছর বাজারের এমন অবস্থার সৃষ্টি হয়। ভারী বৃষ্টি হলে আমাদের দোকানের ভিতর পানি ওঠে।
পাটকেলঘাটার স্কুল শিক্ষক অমিত কুমার জানান এই সড়কের চিত্র এটা নতুন কিছু না। শুস্ক মৌসুমে ধুলাবালি ও বর্ষার সময় কাদা পানি। প্রতিবছর বর্ষা মৌসুমে এই চিত্র আমাদের দেখতে হয়। সাধারন মানুষ চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। তিনি আরো জানান এই পাটকেলঘাটা বাজাররের মধ্যে রয়েছে একটি থানা ৪/৫ টা শিক্ষা প্রতিষ্ঠান পোষ্ট অফিস একটি গরু হাট একটি ইউনিয়ন পরিষদ একটা উপজেলা ভূমি অফিস, একটি ইউনিয়ন ভূমি অফিস ৩/৪ টি প্রাইভেট ক্লিনিক, ৮ টি ব্যাংক, পল্লিবিদ্যুৎ অফিস, খাদ্য গুদাম ২ টা মাদ্রাসা সহ সরকারী বেসরকারি অফিস রয়েছে। শুধু তাই নয় বাজারের পাশেই রয়েছে ২ টা কলেজ। এতগুলো প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাচল করে। অনেক সময় তারা রাস্তা দিয়ে চলাচল করতে কাদা মাটি মেখে বাড়ি চলে যায়। কিন্তু ভোগান্তি আর সড়কের এই বেহাল চিত্রই বলে দেয় সরকারের সড়ক বিভাগের কর্মকর্তারা কি করেন।
এ বিষয়ে পাটকেলঘাটা বাজারে অবস্থিত সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাসুদ রানা এ বিষয়ে সাংবাদিকদের জানান ভাই গত ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পালিয়ে যাওয়ার কারনে আমি প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি । সেই হিসাবে গত কয়েকদিন আগে পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে পাটকেলঘাটা বাজারের পাচ রাস্তা মোড় থেকে প্রায় আধা কিঃ মিঃ মাদ্রাসা মোড় পর্যন্ত ড্রেন সংষ্কারের কাজ শুরু করেছি। যা আপনারা জানেন। তাছাড়া আপনারা যে সড়কের চিত্রের কথা বলছেন ওটা এল জি ই ডি কর্তৃপক্ষ করবেন।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার জানান পাটকেলঘাটা বাজারের ঐ সড়কের কাজ দ্রুত শুরু হবে। বিষয়টি আমি জানি সড়কটি দিয়ে মানুষের চলাচল করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।