বায়ার্নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৭:৪৫ পিএম
বায়ার্নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রত্যাশার চেয়ে অপ্রত্যাশা ছিল বেশি। নামকরা কিছু দলের বিদায় আর শক্তিশালী প্রতিপক্ষের হোঁচট; সব মিলিয়ে জমে উঠেছে টুর্নামেন্টের উত্তাপ। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইউরোপিয়ান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচের শুরুতেই, মাত্র ১৩ মিনিটে গোল খেয়ে বসে ভিনসেন্ট কম্পানির দল বায়ার্ন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেও গোলের দেখা পায়নি তারা। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে বেনফিকা। অন্যদিকে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোও তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ‘ডি’ গ্রুপে চেলসিকে হারানোর পর শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। তবে এই পর্বে ধাক্কা খেয়েছে বড় কিছু নাম। বোতাফোগোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। একই পরিণতি হয়েছে পর্তুগালেরই ঐতিহ্যবাহী ক্লাব এফসি পোর্তোরও।