যার হাত ধরে প্রবর্তন হয়েছিলো ইসলামিক ক্যালেন্ডার

এফএনএস ধর্ম | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:০০ পিএম
যার হাত ধরে প্রবর্তন হয়েছিলো ইসলামিক ক্যালেন্ডার

হিজরি বা ইসলামিক ক্যালেন্ডারটি চাঁদের উপর নির্ভরশীল। হিজরি মাস হয় ২৯ অথবা ৩০ দিনের, ইসলামি হিসেবে দিন সূর্যাস্তের পর শুরু হয়। আল্লাহ বলেন, তারা আপনাকে চাঁদের কলা সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, তা মানুষের জন্য এবং হজের সময় নির্ধারণের উপায়।(সুরা আল-বাকারা: ১৮৯)


নতুন চাঁদের আগমন একটি নতুন মাসের সূচনা করে। তবে আবহাওয়ার বিভিন্নতা (বৃষ্টি, কুয়াশা ইত্যাদি) বা দূরত্বের কারণে অনেক সময় চাঁদ দেখা সম্ভব হয় না। ফলে একেক দেশে মাসের শুরুর দিন ভিন্ন হতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা এমন কিছু নিয়ম তৈরি করেছেন যার মাধ্যমে চাঁদের সম্ভাব্য প্রথম দর্শনের সময় পূর্বাভাস দেওয়া যায়। তারপরও রমজান মাসের শুরু এবং ঈদের দিনের ক্ষেত্রে ভিন্ন দেশে ভিন্ন সিদ্ধান্ত দেখা যায়।


হিজরি বর্ষের মাসসমূহ

১. মহররম

২. সফর

৩. রবিউল আউয়াল

৪. রবিউস সানি

৫. জমাদিউল আউয়াল

৬. জমাদিউস সানি

৭. রজব

৮. শা‘বান

৯. রমজান

১০. শাওয়াল

১১. জিলক্বদ

১২. জিলহজ


হিজরি বর্ষের সূচনা: হযরত উমর (রা.) এর অবদান

ইসলামিক ক্যালেন্ডার প্রবর্তনের কৃতিত্ব দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর। ৬৩৮ খ্রিস্টাব্দে (১৬ হিজরি) তিনি এ ক্যালেন্ডার চালু করেন। তৎকালীন সময়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের দিন তারিখ ব্যবস্থাপনা প্রচলিত ছিল। সে বিশৃঙ্খলা দূর করতে হযরত উমর (রা.) সাহাবাদের সঙ্গে পরামর্শ করে হিজরাতকে ইসলামি বর্ষপঞ্জির সূচনাবিন্দু নির্ধারণ করেন। হিজরাহ অর্থাৎ মক্কা থেকে মদিনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন, ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মোড়। এটি ছিল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা, ইসলামের বিজয়ের শুরু।