কিশোরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০২:৪৫ পিএম
কিশোরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, অষ্টগ্রাম, মিঠামইনসহ হিন্দু ধর্মালম্বীদের গুরু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা আজ শুক্রবার সকাল ১১টায় নিজ নিজ উপজেলার ধর্মীয় প্রধান প্রতিষ্ঠান থেকে রথ যাত্রা শুরু হয়। এদিকে বাজিতপুর পৌর শহরের হিন্দু ধর্মালম্বীদের প্রধান প্রতিষ্ঠান হরিসভা থেকে শুরু হয়ে এ রথ যাত্রাটি জিউড় আখড়া গিয়ে শেষ হবে বলে সুত্রটি জানিয়েছেন। হরিসভা উপজেলা আহ্বায়ক সাবেক অধ্যাপক ইন্দ্রজিত দাসের নেতৃত্বে এ রথ যাত্রাটি প্রায় হাজারো হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ মিলে শুরু হয়েছে। তাদের এ রথ যাত্রা প্রতিবছরই নিজ নিজ উপজেলা থেকে হয়ে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে