কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় দৌলতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক শেষে বেলা ১০টার দিকে প্রেসক্লাবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দৌলতপুর সাবেক সভাপতি মরহুম এম.জি মাহমুদ (মন্টু), প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম আবেশ আলী, মরহুম শহীদুল ইসলাম, মরহুম নাহারুল ইসলাম, মরহুম জাহাঙ্গীর আলম সহ নিহতদের স্মরনে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম মামুন রেজা, মোঃ সাইফুল ইসলাম (শাহীন), মোশারফ হোসেন খান, এম এ রাজ্জাক, আহাদ আলী নয়ন, আহমেদ রাজু, মাহাফুজুল আলম বাবলু, সাইদুর রহমান, আব্দুস সবুর, মোঃ আরিফুল ইসলাম, সোহানুর রহমান শিপন। এছাড়া নানা বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।