সেনবাগে জেএসডি শাখার প্রতিনিধি সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ পিএম
সেনবাগে জেএসডি শাখার প্রতিনিধি সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিনিধি সভা মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বেগম রোকেয়া মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর নবী মানিকের সভাপতিত্বে ও জেলা জেএসডির যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জেএসডি সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক নেতা আব্দুস সোবহান, জেলা জেএসডি পরিবেশ বিষয়ক সম্পাদক নূর নবী, জেলা জেএসডি সদস্য আব্দুল কাদের,  মাষ্টার হাফিজ উল্যাহ, ডাক্তার আবুল খায়ের, আবু বক্কর, ভিপি শাহাজাহ, আব্দুর রহিম কিসমত, আনোয়ার হোসেন ও মাসুদ প্রমুখ। সভাশেষে জেএসডি ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের সেনবাগ থানা মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে