বাঘায় এক রাতে দুই চুরি

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৭:১৩ পিএম
বাঘায় এক রাতে দুই চুরি
রাজশাহীর বাঘায় তালা ভেঙ্গে দোকানে ও বাড়িতে এক রাতে দুটি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে রানা এন্টারপ্রাইজের পাট ও আম ব্যবসায়ীর দোকানে ও বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবর আলী বাড়িতে এই চুরি ঘটনা ঘটেছে। তিন মাসে বাউসা ইউনিয়নে ১০টি চুরির ঘটনা ঘটেছে। একের পর চুরির ঘটনা ঘটলেও জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি চুরি সাথে জড়িত কয়েকজনকে এরমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রানা এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা বলেন, দোকানে রাখা ১ লক্ষ ৫০ হাজার টাকা দামের একটি ভটভটি গাড়ি ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বাউসা ভেড়ালীপাড়া গ্রামে আকবরের বাড়ির তালা ভেঙে নগদ টাকা মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে