মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৪:০৪ পিএম
মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম মোল্লা (৫৬)। তিনি মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিনয়বাজার পূর্ব পাড়া গ্রামের আমির উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সাদেকুল ইসলাম সতিহাট এলাকা থেকে বাইসাইকেলে করে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নীলকুঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে সামনাসামনি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে