ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শামীম হোসেন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৫:৫৯ পিএম
ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শামীম হোসেন

ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন ২৮ জুন, ২০২৫ ইং শনিবার ক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে  শামীম হোসেন ২০২৫-২০২৬ সনের জন্য ৪ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

 শামীম হোসেন, দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রবিন প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর ডিরেক্টর এবং উত্তরা ক্লাবের সাবেক সভাপতি।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই দিনে পরিচালনা পর্ষদের ১০ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটে বিজয়ী হয়ে যাঁরা নতুন কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন -

তাজবির সালেহিন (সোহেল), মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি), তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান (দুলাল) এবং এহসানুল হক (দিপু)।

নির্বাচন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণ ছিলো  উৎসবমুখর। সদস্যদের ব্যাপক অংশগ্রহণে এবারের নির্বাচন বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।

ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শামীম হোসেন ঢাকা ক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদের জন্য বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(২৮ জুন) দিনব্যাপি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। তাঁদের মধ্যে ব্যবসায়ী নেতা ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি শামীম হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হন। তিনি রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

একই দিনে পরিচালনা পর্ষদের ১০ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটে বিজয়ী হয়ে যাঁরা নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেলেন, তাঁরা হলেন-তাজবির সালেহিন (সোহেল), মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি), তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান (দুলাল) এবং এহসানুল হক (দিপু)।

নির্বাচন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণ ছিলো  উৎসবমুখর। সদস্যদের ব্যাপক অংশগ্রহণে এবারের নির্বাচন বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্লাবের সচিব এবং সিইও লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি (অবঃ) এ তথ্য জানান।