সুজনগরে নিরাপত্তা কর্মসূচির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম
সুজনগরে নিরাপত্তা কর্মসূচির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনার সুজনগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সুজানগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর  রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। এতে আরো বক্তব্য রাখেন  সহকারী পরিচালক মোঃ আফাজ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল কাউসার ও পাবনা জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোঃ হাফিজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। 

আপনার জেলার সংবাদ পড়তে