নোয়াখালী হাতিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এই বিতরণের আয়োজন করেন উপজেলা মৎস্য অফিস। এতে ৩২ জন জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) মং এছেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আলমগীর ও মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান,হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জিএম ইব্রাহীম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী জেলেরা। এসময় উপজেলা মৎস্য অফিসের অধিনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে ৩২ জন জেলেকে এই বকনা বাছুর দেওয়া হয়। এর আগে বিভিন্ন ইউনিয়নে নিবন্ধীত জেলেদের মধ্য থেকে প্রান্তিক হতদরিদ্র দেখে বাচাই করে এই তালিকা প্রস্তুত করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বছরের বিভিন্ন সময় জেলেদের মাছধরা থেকে বিরত থাকতে হয়। মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থাপন সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে জেলেদেরকে দেওয়া বকনা বাছুর তারা বিক্রি ও হস্তান্তর করতে পারবেনা। লালন পালন করে এর সুফল তারা ভোগ করবে।