জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় বরিশাল জেলার মধ্যে গৌরনদীকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গৌরনদীকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষনা করেন। পরবর্তীতে জেলা প্রশাসক গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের হাতে স্বীকৃতির সনদ তুলে দিয়েছেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সহকর্মীদের কারনেই মূলত গৌরনদী উপজেলা নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। আমরা এধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরও বলেন, যেকোন ভাল কাজের স্বীকৃতি ওই কাজ করার প্রতি ব্যাপক উৎসাহ যোগায়। তাই পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদান করে গৌরনদীবাসীকে আরো সম্মানের স্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।