রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৮:২০ পিএম
রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

বাংলাদেশের মাটিতে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন ঘোর অনিশ্চয়তায়। দুই মাস আগে ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকায় পা রাখার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ঢাকা ও চট্টগ্রামে। কিন্তু দিল্লির রাজনৈতিক মনোভাব বদলে যাওয়ায় এই সফর নির্ধারিত সময়ে হচ্ছে না বলেই দৃঢ় আভাস মিলছে।

বুধবার (২ জুলাই) বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলাদেশ সফরের জন্য সবুজ সংকেত পায়নি। দিল্লির একাধিক শীর্ষ সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভারত-বাংলাদেশের মধ্যকার বর্তমান শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে বিরূপ মনোভাব তৈরি হওয়াই এই সফরকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে বলেন, “এ মুহূর্তে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।”

সূচি অনুযায়ী, শনিবার (১৭ আগস্ট) মিরপুরে শুরু হওয়ার কথা প্রথম ওয়ানডে ম্যাচের। সিরিজ শেষ হওয়ার কথা শনিবার (৩১ আগস্ট)-এর মধ্যে। সিরিজ শেষে রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু গত মাসেই ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত। কারণ হিসেবে তারা তুলে ধরে ভারত-পাকিস্তান সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার বিতর্কিত মন্তব্য। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ওই মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদন মে মাসেই উল্লেখ করে, ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। তখনও বলা হয়, সফরটি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হলেও চূড়ান্ত কিছু নির্ধারিত হয়নি।

এদিকে, ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পূর্বনির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে আগ্রহী। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা ভারতের বিপক্ষে আগস্ট বা সেপ্টেম্বরে সিরিজ আয়োজন করব এমন নয়। বরং আমরা আলোচনা করেছি, সিরিজটা কীভাবে আয়োজন করতে পারি। আমরা এখন সিরিজটি আয়োজন করতে না পারলে অন্য কোনো সময়ে করব।”

ভারত সরকারের পক্ষ থেকে শুধু বাংলাদেশের সফরই নয়, আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন আমিনুল। তিনি আরও বলেন, “ভারত যদি আগস্টে সফরে না আসে, তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে।” তবে সফর অনিশ্চিত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ তখনো জানাতে পারেননি তিনি।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআইয়ের বড় শঙ্কা নিরাপত্তা। এজন্য তারা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। তবে বাস্তবতা হলো, আগস্টে ভারত সফর না করলে চলতি বছর আর কোনো সময় এই সিরিজ আয়োজনের সুযোগ নেই। সেপ্টেম্বরে সম্ভাব্য এশিয়া কাপ, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, নভেম্বরে আয়ারল্যান্ডের আগমন, ডিসেম্বর ও জানুয়ারিতে বিপিএল এবং ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার বেশ ব্যস্ত।

এমন অবস্থায় ভারতের বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেটীয় কূটনীতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাঠের বাইরের রাজনৈতিক আবহ যদি ক্রিকেটকে এভাবে প্রভাবিত করতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও জটিলতার শঙ্কা অস্বীকার করা যায় না।

আপনার জেলার সংবাদ পড়তে