চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের রুহুল্লাপুর নিবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ রুবেল গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে সিআইপি সনদ গ্রহন করেছেন। ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধ্য প্রাচ্যে সফল ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে ২০২৫ সালের জন্য তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি এই এলাকার আলহাজ্ব হাসিমিয়ার পুত্র। তাঁরা ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি ৩য়। বিগত ১৫বছর যাবদ তিনি মধ্য প্রচ্যে অবস্থান করে সেখানে নেক্সটি এন্টারপ্রাইজ এলএলসি কোম্পানি, নেক্সটি গ্রুপ অফ কোম্পানি ও আলিমদাদ গার্মেন্টস, মক্কা ৯০০ প্রতিষ্ঠা করেন। গতকাল বুধবার ১৮ ডিসেম্বর ঢাকাস্হ ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকার কর্তৃক নির্বাচিত সিআইপি মোহাম্মদ রুবেল এর হাতে সিআইপি সনদ তুলে দেন অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কর্মকর্তাসহ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন স্তরের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মোঃ সরোয়ার আলম উপ সচিব (কল্যান) স্বাক্ষরিত এক পত্র তাঁকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর সনদ গ্রহনের জন্য অনুরোধ করেছেন। পত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করে উল্লেখ করা হয় আমরা আপনাকে জানাতে অত্যন্ত আনন্দিত যে, আপনি ২০২৫ এর জন্য ঈওচ (ঘজই) হিসাবে নির্বাচিত হয়েছেন। এটি আপনার মাতৃভূমির অর্থনীতিতে আপনার অবদানের স্বীকৃতি। আপনার মাতৃভূমির অর্থনীতিতে আপনার অবদানের জন্য আমরা সত্যিই গর্বিত। আমরা আপনার কৃতিত্বের জন্য সত্যিই গর্বিত এবং আমরা বিশ্বাস করি এই পুরস্কার আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের আনন্দিত করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।