রাজারহাটে ২২জন হাফেজকে পাগড়ি প্রদান

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:০২ এএম
রাজারহাটে ২২জন হাফেজকে পাগড়ি প্রদান

কুড়িগ্রামের রাজারহাটে রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিখানার ২২জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ডিসেম্বর) সকাল ৯টায় রাজারহাট রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা চত্বরে পাগড়ি প্রদান অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী মুহাম্মদুল্লাহ্ বুখারী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাবিবুল্লাহ্ ছিদ্দিকী, মুফতী আজম আলী ও আলোকিত রাজারহাট পত্রিকার উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেম উদ্দিন ও অভিভাবক সদস্য তহসিলদার মোঃ লোকমান হাকিম। দোয়া পরিচালনার করেন হযরত মাওলানা আবু বক্কর ছিদ্দীক। অনুষ্ঠানে রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিখানার ২২জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করেন হযরত মাওলানা মুফতী মুহাম্মদুল্লাহ্ বুখারী। 

আপনার জেলার সংবাদ পড়তে