মুন্সীগঞ্জের নবাগত জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম কে বরণ করে নিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিরাজদিখান শাখার নেতৃবৃন্দ জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে তাকে বরণে করে নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল্লাহ আল ফারুক,প্রতিষ্ঠান প্রধান পরিষদেও সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র সরকার, ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন, বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: জলিল, বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেন্টু মিয়া,রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের প্রধানর শিক্ষক আ: সাত্তার শুলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং খাশকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেন, ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, গাইজুিদ্দন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: সামাদ, শুলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কাদির খান প্রমুখ। পরে সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিসার বিভিন্ন পরিকল্পনা তুলে ধওে মত বিনিময় করেন।