রাজশাহীর বাঘায় দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলার সরকারি কর্মকর্তারা। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জানা গেছে, বাঘা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভা, আড়ানী ইউনিয়ন ও বাউসা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বাজুবাঘা ইউনিয়নের প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের বাঘা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম। গড়গড়ি ইউনিয়নে প্রশাসক উপজেলা সহকারি প্রোগ্রামার এসএমজি আজম। পাকুড়িয়া ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনছুর রহমান। মনিগ্রাম ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম। এরমধ্যে চকরাজাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বাবলু দেওয়ান ও সদস্যরা দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, নির্বাচনের মেয়াদ উত্তীর্ণের কারনে বিধি মোতাবেক নির্বাচিতদের বাদ দিয়ে অন্তবর্তীকালিন সরকার আলাদাভাবে প্রসাশক নিয়োগ দিয়েছেন। তারা যথাযতভাবে দায়িত্ব পালন করছেন। তবে এরমধ্যে চকরাজাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বাবলু দেওয়ান চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।