বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় রিক্সাচালক আহত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম
বাজিতপুরে প্রতিপক্ষের হামলায়  রিক্সাচালক আহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের ইকরাটিয়া বাগপাড়া গ্রামের মৃত নূরু মিয়া (৬০) কে গত ৩ দিন আগে উপজেলার তাতালচর রাস্তার উপর আজাহার মিয়া সহ ৩-৪ জন  অতর্কিত ভাবে হামলা চালালে  মারাত্মক আহত হয়। গত কাল বুধবার বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে  এক দল সাংবাদিক গেলে গুরুতর আহত নূরু মিয়া বলেন, অতর্কিত ভাবে তাকে গত ১৫  ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে আজহার মিয়া সহ তার লোকজন রড দিয়ে পিটিয়ে ২ পা  এবং ২ হাত ভেঙ্গে দিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।  এছাড়া বাজিপুর বি.এন.পি নেতা বদরুল আলম শিপুর ছোট ভাই বাজিতপুর সরকারি কলেজের সাবেক জি.এস  নূরে আলম দিপু বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। তারা যে দলের ই হোক তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত বলে উল্লেখ করেন। এই ব্যাপারে তার ছেলে জুয়েল মিয়া গত ৩ দিন আগে বাজিতপুর থানায় আজহার মিয়াকে প্রধান আসামী করে মুর্শিদ মিয়া, ছহু মিয়ার নামে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে