বুধহাটায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৫ এএম
বুধহাটায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটায় যুব জামায়াতের  উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  প্রথম খেলায় শোভনালী ক্রিকেট একাদশ আশাশুনি ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় খেলায় বুধহাটা ক্রিকেট একাদশ কুল্যা ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে বুধহাটা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় উপজেলা সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজারুল ইসলাম, যুব নেতা এনামুল কবির, আই বি ডব্লিউ এফ নেতা আকতারুজ্জামান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে