রাজধানীর হাজারীবাগে হত্যা মামলার আসামী মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪) গাজীপুর কোনাবাড়ী হতে র্যাব কর্তৃক গ্রেফতার হয়েছে।
ঢাকার হাজারীবাগ থানাধীন ঝাউচর বাজারের আমাড়া টাওয়ার এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভিকটিমের পিতা আসামী মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪) ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম রাসেল এর ডাকচিৎকারে আশপাশের লোকাজন এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে রাত অনুমান সাড়ে ১১ ঘটিকায় ভিকটিম রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মো: রবিউল ইসলাম রাব্বি (২৫) বাদী হয়ে ঢাকার হাজারীবাগ থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২২, তারিখ- ১৫ জুন ২০২৫ খ্রি., ধারা- ৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় গাজীপুর কোনাবাড়ী থানার কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪)’কে গ্রেফতার করে। জুয়েল লালমনিরহাট জেলার আদিতমারী থানার আজগর আলী ছেলের।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।