গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০২:৪৭ পিএম
গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জের  গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ,নিহত এক আহত একাধিক। 

জানা যায়, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরাস্থ ইউটার্ণ ঘুরার সময় একটি পন্যবাহী ট্রাকের সাথে জোনাকি পরিবহন এর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে, এতে একাধিক নিহত হতে ও একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ১ টায় গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ঐ ব্যক্তির নাম আজগর আলী বাড়ি লক্ষীপুর জেলা রামগতি উপজেলায়। রিফাত হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১ঘটিকার দিকে এই ঘটনা ঘটে,এই দূর্ঘটনার নিহতের সংখ্যাও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশে পাশের বেসরকারি হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সততা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শওকত হোসেন,এ সময় তিনি আরও জানান,যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে