মাদক সেবন করে শান্তি বিনষ্ট করায় ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৩:৫২ পিএম
মাদক সেবন করে শান্তি বিনষ্ট করায় ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় হিরোইন নামক মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। সোমবার সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিরা হলেন ১. জুম্মন শিকদার - ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা। ২. সাকিব মাহামুদ - ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা। ৩. মিরাজ আকন ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে