গফরগাঁওয়ে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:০৬ এএম
গফরগাঁওয়ে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা'র সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “পিবাড়ীয়া গ্রুপ - ইসলামের আলো”- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় তিন শতাধিক ছাত্র ৬টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল হিফজুল কুরআন। এছাড়াও, শিক্ষার্থীদের অংশগ্রহণে আযান-একামত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিবাড়ীয়া গ্রুপের দিনব্যাপী প্রতিযোগিতায় বর্ণাঢ্য আয়োজন, মনোমুগ্ধকর তেলাওয়াত এবং প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে হাজারো দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ। প্রতিযোগিতায় ৬টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য মোট ৬০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, ৬টি বিভাগের চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য ২১,০০০ টাকা এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে