বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার দুপুরে রাঙামাটির কাউখালীর মগাছড়িতে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাদের বাড়িতে অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে বললেন, “শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেই নির্বাচনের দিন শেষ। অসংখ্য রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ নির্বিঘ্ন হয়েছে। সেই পথ কেউ যেন আটকাতে না পারে, এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।”
রুহুল কবির রিজভী আরও যোগ করে বলেন, “গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি আওড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতেই পেলাম। দুই-একটা পদ্মা সেতু করেই উন্নয়নের বুলি আওড়ানো হতো। এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাঁওতাবাজি আর প্রতারণা ছিল তার প্রমাণ ঋতুপর্ণার গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখে বুঝতে পারলাম। পাহাড়ি এ এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। তারা তো বাংলাদেশের বাইরের কেউ না। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, সেটা আজ প্রমাণিত।”
“ঋতুপর্ণা অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে শোষণ, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনও দেখছি না। জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে যে সহায়তা দিয়েছি তা সামান্য। তবে এ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন ও আমরা সবাই থাকব। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ঋতুপর্ণার মাকে সুস্থ করে তুলবেন”-উল্লেখ করেন বিএনপির এ নেতা।