কয়রা বাজারের দলিল লেখকের রুমে চুরি সংঘটিত হয়েছে। গত ৪ জুলাই রাতের যে কোন সময় এই চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, কয়রা সাব রেজিস্টি অফিসের দলিল লেখক ভোলানাথ মাঝি কয়রা সদরের আদালতের সামনে এ্যাডঃ কেরামত আলীর চেম্বারের একটি রুম ভাড়া নিয়ে সেখানে কাজ পরিচালনা করে থাকে। তার সাথে আদালতের মোহরার মাহবুবুল আলম পলাশও ঐ রুমে কার্যক্রম চালায়। গত ৩ জুলাই তারা সকল কাজ কর্ম সমাপ্ত করে রুমে তালা দিয়ে বাড়ি চলে যায়। এরপর ৫ জুলাই সকালে রুমে এসে দেখতে পায় রুমের দরজা জানালা ভাঙা। তালা ভেঙ্গে সব কাগজপত্র সহ রুমে রাখা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এর মধ্যে মাহবুবের ১৭ টি দলিলের রেজিঃ ফি, স্ট্যাম্প শুল্ককর, উৎস্যকর, খতিয়ান ও ডিক্রির জাবেদা নকল সহ অনেক খাতের রাখা এ সকল টাকা নিয়ে যায়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্তহীন রয়েছে।