জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৮:০৮ পিএম
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (উচঐঊ) সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতি ভাবে ১৯ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শরিফুজ্জামান (তুহিন) এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শের আলী। সিনিয়র সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ গোলাম রসুল (কাজল), মোঃ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন (তপু), খন্দকার মোস্তফা বিন হায়দার (সানি), কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রব, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান (চান্দু), প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (তালা)। কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান (বাবু), ডালিম হাওলাদার, রাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, সিজিএম আসিফ রানা, মাসুদ রানা (সবুজ) ও কাজী রামিউল করিম (রুমান)। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত স্বার্থরক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।