পাবনার সুজানগরের হাকিমপুর ৮১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিনগত রাতে ওই চুরি সংঘটিত হয়। চোর বিদ্যালয়ের প্রজেক্টর, ঘড়ি এবং সাউন্ডবক্সসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন জানান, একটি সঙ্গবদ্ধ চোরের দল গত বুধবার দিনগত রাতে কোন এক সময় বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে চোরের দল অফিস কক্ষের আলমারি ভেঙ্গে ২টি প্রজেক্টর, ১টি সাউন্ডবক্স ও ১টি ডিজিটাল ঘড়িসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরিকৃত জিনিসপত্রের মূল্য প্রায় ১লক্ষ টাকা। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।