বরিশালে পাসের সাথে কমেছে জিপিএ সংখ্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৪:২৬ পিএম
বরিশালে পাসের সাথে কমেছে জিপিএ সংখ্যা

এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের সাথে সাথে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেছেন।

ওই পরিসংখ্যানে দেখা গেছে, এবার বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। গত বছর যা ছিল ৬ হাজার ১৪৫ জন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম জানিয়েছেন, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছে ৮২ হাজার ৯৩১ জন। যার মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিস্কার হয়েছে ২৮ জন। তিনি আরও জানান, বিভাগের ছয় জেলার মধ্যে এবছর ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ১৯৪টি কেন্দ্রে অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৭টি স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পাশের হারের সাথে সাথে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে রয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে