সুজানগরে বিজয় দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ এএম
সুজানগরে বিজয় দিবস উদযাপন

পাবনা-২ আসনের সাবেক এমপি ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পাবনার  সুজানগরে মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে স্মরণকালের সবচেয়ে বড় এক বিজয় র‌্যালি বের করা হয়। সুজানগর থানা এলাকা থেকে বের হওয়া ওই র‌্যালিটি  বিভিন্ন স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে তালে সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সাবেক এমপি ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। সভায় আরো বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।

আপনার জেলার সংবাদ পড়তে